ওরে দুর্যোধন , বন্ধ কর তোর পেশির আস্ফালন,
ছুড়ে ফেল তোর দাপটীয় দুঃশাসন।
সামনে  চেয়ে দেখ আসছে প্রলয়
আসছে মহাকালের ক্ষমাহীন বলয়।
ভেঙ্গে দিবে তোর যত পঙ্কিল কারবার
মুছে দিবে  শত দুর্নীতির আধার।
তখন তোর ঐ রক্তিম চক্ষু  দুখানা থাকবে তো !


ও রে, বৃথা কারিস্  কেন অহং
জানিস না কি ,থাকবে তোর ঐ সিংহাসন?
কে জানি কোন নারাকে পাবি তুই নির্বাসন !
সামনে ফিরে দেখ আসছে প্রলয়।
আজ না শিশুপাঠে, কাল কোথায় মুখ ঢাকবি
মানুষ তো মুখ ফেরাবে, নিজেকে কোথায় রাখবি?
তখন তোর ঐ তর্জনী সোজা থাকবে তো
হাজার মিছিল আর স্লোগানের মুখে?
শক্ত হলে মানুষের হাত, শয়তান তুই হবিই কাত
ধর্ম ভুলে এক ধ্বর্জার তলে আসছে সকল জাত।
দেখি তুই কেমন করে , কেড়ে খাস মানুষের পাতের ভাত,
ঐ মানুষ ভাঙবে এবার তোর ঐ দুস্করমের হাত।
শিক্ষা নিয়েও রসাতলে, লাখো লাখো বেকার ছেলে
বাধ্য অসামাজিক কাজ, করছে সবই তোরই ভুলে।
মানুষের টাকায় মোচ্ছব করে, যত লবোডঙ্কা
রকমারি ভ্যাক দেখিয়ে ভিটা বেচার শঙ্কা।


মানুষ বেটা বাধ্য হয়ে নিলেও সবই মেনে
সঙ্গে কটা গরুঢ় পেলে, দেবে নাগপাশ ভেঙে।