পাশের বস্তিতেই থাকে   এক আত্মীয়-স্বজনহীনা
সকলে ডাকে তারে ----সুরঞ্জনা।
ঐ বস্তির এক সন্তানহীনা মা
     তাকে পেয়েছিল কুড়িয়ে ঐ সড়কের ধারে ।
সেই থেকে সে তাকে
                নিজের মেয়ের মতো মানুষ করে।
আর ঐ নিষ্ঠুর  বাবুদের সমাজ
               তাকে এনেছে পৃথিবীতে,
জীবন নিয়ে অমানবিকতা
             পারেনী তার অধিকার ও পরিচয় দিতে।
পাছে ভদ্র চরিত্রে কলঙ্কের দাগ পড়ে
তাই তাকে ফেলে গিয়েছিলো রাত্রির অন্ধকারে।
কিন্তু  বস্তিরই মা দিয়েছিলো তাকে পরিচয়
দিয়েছিলো নতুন জীবন গড়ে সুন্দরময়।
এই শুধু এক সুরঞ্জনা নয়
           হাজার হাজার সুরঞ্জনা  এমন মন্দজন্ম,
কেউ জীবন পাই     নতুন ঠিকানায় ,
           কাও কে আবার কুকুরে টেনে নিয়ে যায়
হয়তো  একবেলার  অন্ন।
বৈধ কিংবা অবৈধ  সম্পর্কের জেরে
নিচ্ছে হাজার হাজার সুরঞ্জনা প্রাণ কেড়ে।
আর কত দিন এইভাবে চলবে প্রাণ নিয়ে খেলা
বন্ধ কারো শয়তানের দল এই নিষ্ঠুর পাপের মেলা।