অনেক আছে মূল্য  আছে
তোর এক ফোঁটা চোখের জল,
কেন তুই ঝরিয়ে  ফেলিস,
না পেয়ে সুফল ?
প্রতিবাদের ঝংকারে
ভরিয়ে তুই তোল,
চোখের জল মুছে
এগিয়ে তুই চল।


অনেকখানি মূল্য আছে
তোর চোখের এক ফোঁটা জল,
দুর্বলতা ঝেড়ে ফেলে
আন মনেতে বল।
বিদ্রোহীর রণ সাজে
সেজে তুমি ওঠো,
জ্ঞানের হাতিয়ারে
করো হাত মুঠো।


অনেকখানি মুল্য আছে
তোর এক ফোঁটা চোখের জল,
কেন তুই এগিয়ে যেতে
ভয়ে করিস টলমল?
প্রাপ্য তোমার অধিকার
ছিনিয়ে তুমি নাও,
বঞ্চিত করেছে যারা
কেন তাদের ভয় আজও পাও??


অনেকখানি মূল্য আছে
তোর চোখের ঐ জল,
সামনে শুধু না চেয়ে থেকে
বাঁধার পাহাড় ভেঙে চল।
অবশ্যই পাবিই পাবি
তোর আশারফল
যত আঁধার কেটে যাবে
জীবন করবে ঝলমল।