ফেলা আসা পথ  পিছু ডাকে আমায়,
সেই হাসি কান্না মিলে মিশে এক ব্যস্ততায়।
ইচ্ছে তা আমল দিয়ে আবার ফিরে কৈশোরে,
এই তো সেই চেনা আবেগ,                    রাগ-অনুরাগের  উটকো স্বপ্নে
একসঙ্গে দুজনে  পাড়ি দিয়ে অচিন নদীতে,
হঠাৎ ঘুম ভেঙে হতাশা,
কোথায় হারিয়ে গেল সে
মন খারাপের ভোর
কবে দেখা পাবো তোর..
আজও দেখা পাইনি,  আজ যখন ভুলে গেছি বলে মনে করি,
  নতুন মুখ ভিড় করে  
কেন  ফিরাতে সেই 15 -18 র বসন্তকে
নতুন   কে সে নিয়ে এলো তরী।
কিন্তু মন আজ হয়েছে অনেক  বড়
কি করবো যে কী জানি ?
পাখি প্রেমের গান  গাইবে কি!!!!!


  ফুটিফাটা রৌদূরের জবান, পিঠ পুড়ে কালো, মাঝে মাঝে মনে হয় ফিরত যদি বসন্ত
হতো  একদম ভালো।
কিন্তু কল্পনার মায়াবী জাদু উধাও হলে
নিজস্ব ঢঙে ফিরে আজকের জীবন  -
তার প্রশ্নের নিজের মতো করে জবাব নিয়ে,
থাক স্মৃতি ভরা হৃদয়ের ক্যানভাসে
রাখবো তারে আজও ভালোবেসে।