ভীষণ বেগে ঝড় উঠেছে
                  এই সমাজের বক্ষে
প্রলয় আবার জাল পেতেছে
                    শয়তানের পাবে না কেই রক্ষে।
বহ্নিশিক্ষা বইতে থাকে তার কলমের টানে
মানুষ তখন এগিয়ে চলে প্রতিবাদের গানে।
তার কবিতা খুব ধারালো
                        মিথ্যে নয় মোটে,
ঐ কলমে বারে বারে
                        রক্ত গোলাপ ফুটে।
এগিয়ে চলে কিশোর কবি
                         পাহাড় ভেঙে আগে,
শয়তানেরা হেরে গিয়ে
                      ভয়ে ভয়ে ভাগে।