স্বপ্ন যে নির্দ্বিধায়
                     তোর আশায় রয়ে যায়
কেন তোর কথায়
                       শুধু মনেতে পারে যায়।
তুই ছাড়া জীবন আমার
                            কত যে অন্ধকার!!!
নেই ভাষা আর যে
                        তোকে তা বোঝাবার।
ও সাথী ও সাথী ওও সাথী ইইই,
                তুই ছাড়া লাগে সবই   একাকী।


গানে আর মোর কবিতায়
                      তোর প্রেমে ভুলে যায়,
স্বপ্ন যে দুচোখে
                    তোকে নিয়ে একাকার
তুই ছাড়া আমার জীবন
                            কত যে অন্ধকার!!!
নেই ভাষা আজ আর
                        তোকে তা বুঝাবার।
ও  সাথী, ও সাথী ও ও সাথী ই ই ই


স্বপ্নে যে নির্দ্বিধায়
                     তোর আশায় রয়ে যায়,
কেন শুধু তোর কথায়
                           মনেতে পড়ে যায়।
তুই ছাড়া মোড় জীবন
                            কত যে অন্ধকার,
নেই ভাষা আমার আজ ,
                          তোকে তা বোঝাবার ।
ও সাথী ও সাধী ও ও সাথী ই ই ই
তুই ছাড়া লাগে সবই একাকী।