ছোট্ট মেয়ে বায়না করে,'নতুন জামা চাই'
বাবা বলেন, ওরে ক্ষেপি  আগে পুজোর বোনাস পাই।
যে ছেলেটি পায় খেতে, দুবেলা পেট ভরে ভাত
তার কাছে পুজোতে, নেই নতুন কোনো সাধ।
মিড ডে মিলের আশায় যে ইস্কুলেতে যায়
পূজা এলে কেন যেন ওরা  ভয় পায়!!
এক বেলার খাবার   হলেও সে পেতো ইস্কুলে
পূজা আসায়  ওরা এবার পুরো গেল ঝুলে।
পূজা যখন সবার কাছে কাটে ভালোই আনন্দে
ওদের সেই জীবন কাটে  বাঁধা ধরে ছন্দে।
অগামনীর আগমনে যখন  মেতে ওঠে চারিদিক
ভরা প্যান্ডেল আর মন্দিরের এদিক-ওদিক ,
দেখা মেলে  কত পথ শিশু,তাকিয়ে থাকে ফ্যালফিলিয়ে,
করো কিছু সাহায্যে ,দাও না হাত বাড়িয়ে।
ওরা কেই পৃথক নয়  ওরাও মানুষ বটে ,
থিমের জন্য কোটি টাকা, যদি কিছু টা জোটে,
রেল লাইনের ধরে কেউ, কেউবা ঘিঞ্জি বস্তিতে
কেউ থাকে গ্রামের প্রান্তে, কেউবা ফটপাঠে।
ওদের জীবন কেটে যায় , দিন যেমন কাটে!!!
নুন আনতে পান্তা ফুরায় ,হায় রে !এমন ঘটে।
(সংক্ষিপ্ত)