একখন্ড দেশ কে খুঁজে পাবে রেল গাড়িতে,
বৈচিত্রের ভরা ঐক্য পাবে এই চলন্ত গাড়িতে।
কত জাতি, কত ধর্ম, কত ভাষার এক সমাবেশ
তবু এক দেশ,এক দেশ।
কত পেশা, কত বৃত্তি ধারী
হয় একই গাড়ির সাওয়ারী।
গ্রাম-গঞ্জ, মাঠ-ঘাট আর নগর-প্রান্তর
এক সুতোয় গেঁথে করে স্থানান্তর।
কত পেটের ভাত, কত  আশ্রয়
কত মানুষ বাঁচিয়ে ,সৃষ্টি করেছে বিস্ময়।
দেশের অর্থনীতির এক মূল জোগান
দেশের প্রগতির গাঁথছে জয়গান।
(সংক্ষিপ্ত)