আরব দেশে মৌসম তুমি ,
জলবায়ুর এক ধরণ
বাংলার দেশে ঋতু তুমি
নেই আসা যাবার সংযম।
এই দেশেতে খামখেয়ালি
তোমার ব্যবহার
তুমি আবার অতি কিংবা অল্প এলেই
হয় বিরাট হাহাকার।
তোমার জন্যই এই দেশেতে
পাচ্ছি পৃথক কালের স্বাদ,
কিন্তু ধীরে ধীরে এই বৈচিত্র্য
বড্ড যে লোপাট।
  
এখন তোমায় শোনাবো
তোমারই এক মানবী রূপের কথা
যার জন্যই আজ আমার
এই কবিতা লেখা।
সে হয় এক আমার বোন
সোশ্যাল মিডিয়ার দৌলতে হলো সে আপন।
যদিও তার সাথে
হয়নি তেমন  পরিচয়,
ভাসা ভাসা চিনি ,জানি ..যে..
সে ভালোবাসে অভিনয়।
আর সে ভোজন রাসিক ও বড্ডো পেটুক,
রাসনাতে আছে বড়ই শিল্প
তৃপ্তি রেখেছে চির অটুট।
মন তার বড়ো খোলামেলা
মুখশ্রী খুবই শান্ত
থাকে সেই বুদ্ধিমতী
সদাই প্রাণবন্ত ।
কি যে আমি লিখবো আর !
আসছে না মাথায় কিছু
কবিতা তা ভালো না লাগলে
রাগ কাটিস না ঋতু(রিতু)।