আমার মনে পড়ছে    সেই তুষারপাতের দিন
টানা বেশ কয়েকদিন   পড়ছিল গুড়ি গুড়ি হিম।
তাতেই জমে ছিল     আমার মনেতে বরফের স্তুপ
শরীর সব উষ্ণতা কমে, আমি নির্বাক ও চুপ ।
তারই সাথে শীতল বাতাস
বাড়িয়ে দিচ্ছিল নিশ্বাস -প্রশ্বাস।
মনের ভিতরে বাতিটা,        জ্বলছিল ঠিক টিমটিম
সেই  তুষার পাতের দিন।
হঠাৎ কে যে এসে বাতিটা আরো বাড়িয়ে দিল,
দারজটা বাড়ির বন্ধ  দিলো।
তার  ছোঁয়াই , যত গভীর উষ্ণতা
ধীরে2 কোথায় হারিয়ে গেল।
তারপর বৃষ্টি এলো ঝিম ঝিম
সেই  তুষারপাতের দিন।