কাটেনি সময় ,একা একা তুমি বিনা...
সুর ছিল অনেক , বাজেনি তবু মনবীণা....
তুমি এলে তাই , রজনীর  শেষ বেলায়,
ভরিয়ে দিলে গান ,সুরেও ছটায়
তুমি এলে তাই......


ছিল শুধু মরুভূমি , এই জীবন ধূসর পান্তর
বেলা শুধু বেলা বয়ে , কেবল পিপাসা কাতর।
তুমি এলে তাই, যেন স্রোতেরও ধারায়
ফিরিয়ে দিলে প্রাণ, খুশিরও আঙিনায়
তুমি এলে তাই...

ছিল তো অথৈ প্রেম, এই  ভাঙা অন্তরে,
পাইনি পরশ তার, পরে অনাদরে।
তুমি এলে তাই , মোর  মনভেলায়
ভাসালাম আমি , তোমার পিরিতির দরিয়ায়
তুমি এলে তাই....