ডাকছে খোকন মা মা করে
একলা ঘরে বসে,
পড়ছে চোখের জলের ধারা
কষ্ট হয়ে খসে।


কোনখানে মা, কার বাড়িতে,
কোথায় গেলে বলো!
মায়ের শোকে, খোকার চোখে
দুঃখ ছলোছলো।


খেলনাগুলো ফ্যালনা সবই,
আসল মায়ের হাসি,
বেহাগ বাজে, করলে সোহাগ
সঙ্গী কাজের মাসি।


অফিস পাড়ায় ঘর বেঁধেছে
বাবার সাথেও মা যে,
মা হারা ঘর, থর সাহারা
ছোট্ট বুকের মাঝে।


হাঁটি পা পা সোনার ছেলের
পায়ের তলার মাটি,
সোনায় সোনায়  ভরিয়ে দিতেই
হারিয়ে গেছে মা-টি।


ডেকে ডেকেও খোকন সোনা
পায় না খুঁজে মাকে,
এত্তো সাধের দুধমাখা ভাত
যায় যে খেয়ে কাক-এ।