নদী চলে যদি বাধাহীন বেগে
   আপন আবেগে-খুশিতে,
  যেও নাকো তারে দূষিতে!


পাখি যদি মাখি প্রাণের প্রেরণা
   গান গায় সুখে- আহা রে,
   দিও নাকো বাধা তাহারে!


ফোটে যদি ঠোঁটে রঙ মেখে ফুল
    দুলিয়ে ঘ্রাণের ঝুলনা,
    তুলো না তাদের তুলো না!


শিশু যদি কিছু দুষ্টমি ক'রে
   খুশ মাখে মনে-গা-হাতে,
   রুষ্ট হোয়ো না তাহাতে!


সহজাত বহমান ধারাটাকে
   যারা করে চলে নিরোধই,
   তারা স্বাধীনতা বিরোধী।