ভোর হলো-
অসমাপ্ত রইল কবিতা
পারো যদি শেষটুকু নিজে লিখে নিয়ো-
শব্দ যদি দল বেঁধে না আসে কিছুতে
অনাদর তুচ্ছতায় স্মৃতি লিখে দিও ৷


স্মৃতি তো ধূপের ছাই
গন্ধহীন- দহনের দাগ-
ভুলে যেও রাতজেগে চন্দনে এঁকে
লিখতে চেয়েছি অনুরাগ
এই কবিতায়-


ভোর হলো-
স্বপ্ন ভাসিয়ে দিয়ে শিশিরের জলে
এইবার চলে যাওয়া যায় ৷