যে সব তিথিরা মেঘ নিয়ে আসো-
বৃষ্টি আনো যে সব মেঘেরা-
যে সব ফুলেরা ভেজো অনাদরে প্রতিবাদহীন-
নির্জনে রাত্রিদিন-
যে সব শিশিরফোঁটা নির্বিবাদে জলে যাও ডুবে-
চোরকাঁটা ধরে রাখো যে সব শাড়িরা
আর ক্ষতমুখে গোড়ালি জড়িয়ে
পুরনো হাঁটার স্মৃতি ছবি আঁকো রক্ত রাঙিয়ে-
নাছোড় জ্বরের মায়া যে সব কপালে
সকালে বিকালে-
ডুবে যাওয়া পথঘাট যারা
যারা ভেসে যাওয়া সাঁকো
যারা ভেজা পাখি বন্দী খাঁচায় নিরুপায় বসে থাকো-
সৌখিন কান্না নিয়ে আসো আদুরে দুঃখ যারা
নির্ঘুম রাত্রিজুড়ে যে সব বিষণ্ণতা দিয়েছো পাহারা-
তোমাদের কাছে ঋণ লিখে রাখি হলুদ পাতায় -
আঙুলে আঙুল ধরো কোনোদিন যদি মনে পড়ে যায় ৷


মনে রেখো নাম-
নির্বাক শেওলা হয়ে আমি
এ জীবনে ভালোবেসে তোমাদেরই জড়িয়ে ছিলাম ৷