হেঁটে হেঁটে বাড়ি ফিরি৷ বসে থাকে অন্ধকার ঘর
তালা খুলি আলো জ্বালি কিন্তু অবসর
তবু নেই৷ এটা ওটা রান্নাবাড়ি কাজ হাতজোড়া৷
সংসার সদা রঙ্গ সঙ সাজা বাঁকুড়ার ঘোড়া-
যতোটা নাড়াতে পারি ততোটাই নড়ে
ভাঙা ট্যাপে ধারা জল ফোঁটা ফোঁটা পড়ে৷
পড়ে পড়ে নষ্ট হয় বেহিসেবী ক্ষয়
ভোরে উঠে কাজে যাই৷ ফিরতে সন্ধ্যা হয়৷
ক্লান্ত চোখে ঘুম ঘুম- শুতে পারলে মরা
অথচ কী করে শোবো হাত টেনে ধরা-
দাবী দাওয়া ধার দেনা কে ছেড়েছে কাকে!
বিজ্ঞাপনে কোকাকোলা সিরিয়াল কাহিনীর ফাঁকে
পাশের বাড়িতে- হৈহৈ-রৈরৈ আত্মীয় কুটুম
এ বাড়িতে আমি আর ক্লান্ত চোখে ঢুলুঢুলু ঘুম৷
সব সেরে মাঝ রাত্রি তবু দেখি দূরে
আরও এক একা বাড়ি জেগে আছে৷ রাত্রি দুপুরে
জানলা খোলা বাতি জ্বলছে অপেক্ষায় আলো
এতো কেন দেরী হল? অভিমানে মুখ কালো কালো
কষ্ট হয় তাকে দেখে- এ্যাতো ভালোবাসে!


আসলে এসবই গল্প-
ভাবতে ভাবতে ঘুম চলে আসে৷