সাত সকালে ডায়াল করলাম তোমার নাম্বার-
তুমি ঘুমগলায় হ্যালো বলতেই
আমার এখানে বেজে উঠল রবীন্দ্রসঙ্গীত-
আর হেসে উঠল জুঁইফুল ৷
সাঁতার কাটছিল একটা দুধসাদা হাঁস- পাশের পুকুরে-
জল কেটে কেটে ঢেউ দিয়ে লিখলো সুপ্রভাত ৷


কী সুন্দর সকাল হল জানো- আজ ভোরবেলায় !


টেলিফোনে তোমার হ্যালো !
আহ্- যেন রবীন্দ্রসঙ্গীত
ভরাট ভালোবাসা- ঘুমগলায় - ৷