ঋতুকাল শেষ হলে
স্বপ্নরা জন্ম নেয় চিরায়ু কামনায়;
গর্ভাশ্রিত কুন্ডলিকৃত ইচ্ছেরা
একদিন হামাগুড়ি দিতে দিতে
ভাবনার গলা জড়িয়ে ধরলে
একগুচ্ছ সূর্যালোক
অপত্য স্নেহ এঁকে দিয়ে যায়।

জলটুঙি মেঘ
কেনো যে এতো হিংসুটে হয়
কে জানে !
তৃষ্ণা নিবারণের
এক আজলা জল চাইতেই
ক্যালেন্ডারের পাতা থেকে
ছিঁড়ে ছিঁড়ে  উপহার দেয়
একরাশ জলবিষুব দিন
অগম্য বৃষ্টিরা যেখানে
ঋতুপর্ণায়....
জলকেলি খেলে যায়
নির্মক্ষিক নির্জনে ॥