কুহেলিকা সরে গেলে
রোদেরা যেদিন হেসেছিল একবুক নিরুত্তাপ হাসি..
যাত্রিক পথের মাঝে
পেছন থেকে ডেকে বলেছিলি
বেচাল যৌবন!
আমি এখনো তোকেই ভালোবাসি ।


চুলের খোঁপার
পুরানো গোলাপ খুলে বলেছিলি...
এই দেখ! এখানে ধরেছিলাম
সব ভঙ্গিল অভিমান;
শুকনো পাপড়ির জীর্ণ বুকের
গুঁড়ো গুঁড়ো সুবাস
ফু দিয়ে উড়িয়ে দিয়েছিলি
আমার ভেজা চোখে ..
আর বলেছিলি...
-দেখ না কেমন করে গুঁড়িয়ে দিলাম
জমানো অভিমান;
-জানি আর ফিরাবি না ।


জানিস রঞ্জনা ?
সেই অভিমানি সুবাসের মুগ্ধতা থেকে
আমি আজও বেরিয়ে আসতে পারিনা ;
এক মুহূর্তের জন্যও না ॥