কলাপাতার সবুজ মাখা
কয়েকটা ছেঁড়া মন্ত্রের সাথে
তোর গায়ে হলুদের চিঠি এলো;


হাট করে খোলা সিংহদুয়ার
চৌকাঠে তোর পায়ের ধুলো ;
আলমারি আর আলনাতে
ঝুলন্ত তোর পোশাক গুলো ।


অর্ধেক আকাশ তোকেই দিলাম
বাকি অর্ধেক তোর ও আমার;
আমিও একটা সীমানা পেলাম
বাউল হয়ে থেকে যাবার ।


আজ প্রজাপতির রঙিন পাখায়
ছড়িয়ে দিলাম ইচ্ছেগুলো ;
তোর আকাশে হাজার তারা
এই আকাশে মেঘ ঘনালো ॥