চিরায়ত সত্যের পাথুরে ষ্ফটিক চোখে
পরিণয়ের আহ্বান...
নদীর ওপার থেকে ভেসে আসে বারবার;
অনুকম্পিত বিশ্বাসের ভরসায়
ছুটে চলা দ্বিধার পথ আগলে দাড়িয়ে
জীবনের কাঁটাতার ।

কলঙ্কের কালি মেখে রাধিকাও একদিন
ভালোবেসেছিল কৃষ্ণকে;
আমিও যে ভালোবাসি তাকে;
যেকোনো সময় যদি
পেরোনো যেত ঐ নদী
প্রেম দিয়েই না হয় চিনে নিতাম প্রেমকে;
মায়াবি সংসার !
এই কলঙ্কের ভার
যেন যুগে যুগে আমারই থাকে;
তুমি শুধু দেখে যাবে
ভুলে যাওয়া গন্ধের মতো
একদিন ঠিক ভুলে যাবো তোমাকে ॥