এই দাবদাহে..
আমায় একটু শীতলতা দিতে পারো
সরীসৃপের পেটের মতো ঠান্ডা ;
জলে স্থলে একই থাকব।
দিতে পারো একটু স্বস্তি
দাহকাজ সম্পন্ন হওয়ার আগে
চিতায় শোয়ানো লাশের মতো;
শিলীভূত মৃত্যুর সাথে সময় কাটাব ।


জ্বলেছি তো অনেককাল
শুধু পুড়তে দিও একবার ;
বাসনাকে মেরেও সুখ
আত্মনাট্যে শীর্ণ বুক
যদি পায় পর্দার অন্তরাল;
জানি গ্রীনরুম ! সেদিন তোমার
কোনো সুযোগ থাকবে না
এভাবে তিলে তিলে জ্বালাবার ।