ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছে সময়
শ্বাসকষ্টে ভুগছে উদাসীন দেওয়াল ঘড়ি
রক্তবৃষ্টি পায়ে হেঁটে চলেছে বুড়ি বট
উৎকির্ন প্রস্তরলিপির সন্ধানে
পরিশ্রান্ত ইতিহাসবিদ
লুকিয়ে রাখছে তার ঘাম;
মৃত্যুর শাসনে
কিছুটা তাপ ধরে রাখছে
পড়ন্ত বিকেলের ছায়ারোদ;
আগামী জীবন সম্ভাবনার উৎস খুঁজে চলেছে
মধ্যবিত্ত ভালোবাসা ;
বানভাসি জলের স্রোতে
ভেসে যাওয়া নাগরিকের
শুক্রানু ও ডিম্বানুর মিলিত সঙ্গমে
শুরু হয়েছে
ভাবি শিশুকালের প্রক্রিয়া ॥