অনুভূমিক জীবনের তুলাদন্ডে
মাপতে চাওয়া পকেটের ওজন
বরাবর উর্ধগামী;
জীবনের সারাৎসার মরচে ধরা
না-পাওয়ার পাল্লাটা
ক্রমশ নিম্নগামী হয়ে নামতে নামতে
আজ প্রায় মাটি ছুইছুই;
অগুণতি মৃত স্বপ্নের ভারে ঐ
ন্যুব্জ শরীরের ক্ষিদেরাও বড্ড আসুরিক;
ভরপেট আহারের রাজসিক লোভে
হাত বাড়াতে বাড়াতে
নখের আঁচড়ে ছিনিয়ে আনে
একটা বেপরোয়া ক্লান্ত হৃৎপিন্ড
যার নিঙড়ানো রক্ত আর মরা মাসেই
পূর্ণতা পায় আহার;
কাঙ্খিত মাটিও ছুঁয়ে ফেলে ওর ভার ;
অদৃশ্য স্বস্তি বাতাসের আকস্মিক দোলায়
তুলাদন্ডের পাল্লাগুলোও
দ্রুত ফিরে পায় সমান্তরাল সহাবস্থান...
আরও একবার ॥