কখনো কখনো নিজের জীবনেই
নিজেকে মনে হয় আগন্তুক;
অনাহুত হয়ে ঢুকে পড়েছি যেন
আচ্ছন্ন আবেশের পুলকিত জীবনে ;
মৌন বা সরব হেসে আমার আমিকে
মেনে নিতে পারেনা ভিতরের আমি;
পাশাপাশি সহাবস্থান
অথচ একটা রৈখিক ব্যবধানের
দুই প্রান্তে দুই আমি ;
পারস্পরিক শ্রবণের অতীত শব্দগুলো
মায়া নামক দেওয়ালে
ধাক্কা খেতে খেতে
নৈঃশব্দের লাশ হয়ে যায়;
উদাসীন ঔচিত্যবাণীগুলো
নির্বাক চলচ্চিত্রের মতো
চোখের সামনে শুধু ভেসে যায়..
আর দেখাতে চায় নির্লোভ চেতনা ;
জানিনা......
শাশ্বত সত্যের বধ্যমঞ্চে দাড়িয়ে
মধ্যবিত্ত ভালোবাসার
ফুল বেলপাতা খেয়ে
কবে তৈরী হবে
আমার আমির পবিত্র হত্যাসম্ভাবনা !