আলোগুলো নিভে গেলে
জেগে থাকি;
অনিচ্ছার অনুভব স্রোতে ভেসে যায়
স্পষ্টোচ্চারিত ঐহিক আকাঙ্ক্ষা
গতিময় শব্দের ভেলা খুঁজে নিতে চায়
কোনো অজানা সমুদ্রতট।


রাত যত বাড়তে থাকে
প্ররোচিত নগ্নতায়
বিস্তির্ণ রাতের মুক অনুভবে
নেমে আসে সামান্য সুযোগ ;
নির্জনতা মোচনের বলিষ্ঠ প্রয়াস
ক্রমশ অসহ্য হয়ে উঠে
উপকুলিয় রাত্রির উৎসঙ্গে।


রাজপথে নেমে আসা
নাগরিক চিত্তের উচ্ছসিত ক্রন্দনের
সুর আঁকড়ে হেঁকে যায়
কোনো এক অন্ধ নগরবাউল
"পৃথিবীতে কে কাহার" ॥