গাছের পাতায় বৃষ্টি কাঁদে
বৃষ্টি কাঁদে নদীর জলে;
সকাল থেকে বৃষ্টি কাঁদে
তোমার সাথে আড়ি বলে।


ওকে বকলে কেন দুষ্টু রবি
বৃষ্টিতো খুবই মিষ্টি মেয়ে ;
ওই দেখো ওর ভিজছে আঁচল
কান্না ঝরে দুগাল বেয়ে।


একটুকুতেই মান করে যে
তাকে কেন রাগিয়ে দিলে!
ওর ভয়েতে তুমিও দেখি
মেঘের কোলে মুখ লুকালে।


যাওনা তুমি দুষ্টু রবি
এবার ওকে থামাও গিয়ে;
ওর পাশেতে তুমি গেলে
শিবঠাকুরের হবে বিয়ে;


একি সাথে রোদ-বৃষ্টির
যুগলবন্দি নিয়ে;
নন্দী-ভৃঙ্গী সঙ্গে শম্ভু
করতে যাবে বিয়ে॥