শুদ্ধস্নাত ভোরে মাটির ভালোবাসার গান শুনে
জেগে উঠে জীবনের প্রতিটি সকাল;
স্থায়ীত্ববোধের গোপন ইশারায় কলুষতার জাল
ছিঁড়ে ফেলে প্রকৃতি মেখে নেয় আলোর চুম্বন ;
নীল আকাশের সামীয়ানার নীচে নির্মুক্ত নির্জনে
কেটে গেছে এভাবেই অনেকটা কাল
তুমি আমি আর আমাদের সাধের আহ্নীক জীবন ।


এসো আজ থেকে শুরু করি বার্ষিক জীবন ;
সৌরজাগতীক নিয়মের বন্ধনে আবহমানকাল
মানবিক সংসারের পথে পথে
তুমি আমি আর আমাদের আপেক্ষিক সার্বজনীনতার পরিব্রাজন॥