যেখানে ছায়ারা দোলে
নর্তকি মেয়ের মতো;
বাতাস খেলে
আনমনা শিশুর নিঃশ্বাসের তালে;
পাতায় পাতায় লেখা থাকে
নৈশব্দের কবিতা;
সেই ছায়াপথে
জীবনসংক্রান্ত অন্ধকারগুলো..
একত্রিত হতে হতে
সৌরজাগতিক নিজেকে সঁপে দেয়
ছায়াবৃত্তের হাতে;
শরীরের ভিতর শরীর চেয়ে নেয়
কাঙ্খিত নিরাপত্তা ;
যতটুকু অস্তিত্বের ভার...
যার পুরোটাই তার ॥