যদি পারো একাকিত্ব হয়ে ধরা দাও;
শ্বাস - প্রশ্বাসের আদরে আদরে
মন্থর সোহাগী বিকেল
যখন রাত্রির কোলে
রেখে যেতে চাইবে অনন্ত বিশ্রাম;
তুমি শুধু স্মৃতির আকাশ থেকে
নেমে আসা ঝুলন্ত রেলিং-এ ভর দিয়ে
ঢুকে যেতে পারো আমার জানালায়;
ভয় পেয়োনা !
পৃথিবীর চোখে
তুমিই তো ঘুমের ঠুলি পরিয়ে রেখেছো;
এখানে যে ঘুমায় সে জাগতে জানেনা॥