তোর জন্য ধরতে চাই একমুঠো সুখ
শিশুর অকৃত্রিম হাসির মতো একবুক হাসি ;
আসক্তিহীন সুবোধ পাঠে
যেভাবে তোকে চাইতে ভালোবাসি ।


মরচে ধরা হালের ফলার ডগায়
স্বপ্ন যেমন লুকিয়ে থাকে খরায়;
চষবে জমি কঠিন মাটি চিরে
সেই স্বপ্নের গোপন অহংকারে ;
ফুল ছড়ানো প্রেমের নক্সিকাথায়;
বুনবো তোকে সবুজ সূতোর ডোরে।


তোর জন্য ধরতে চাই দুটি রঙিন প্রজাপতি
অনুভূতির একটি খাঁচায় ডানার আলিঙ্গনে ;
যেখানে রঙ দিয়ে রঙ মেখে নিতে
শুধু ভালোবাসাই জানে॥