ফুল্লরাদের বারোমাস্যা অসমাপ্ত রেখে
কালকেতুরা ফিরে চলে বনে;
বুকের মাঝে গাছগাছালি
ঝড়বাদলে পাখপাখালি;
হাতে এসে ধরা দেয় নরম শিকার।

রাধাপ্রেম অসম্পূর্ণ রেখে
কানুও ছুটে চলে রণে;
ধর্মজয়ের স্বাদে পরিত্যক্ত প্রেম
কেঁদে কেঁদে মাথুর হলো কিনা
কানু কি রেখেছে খবর তার !

ভিন্ন সুরের জাদু নিয়ে
আমিও আসি গান শোনাতে;
জীবনের গান মাঝপথে থামিয়ে
বেসুরো সুর সেধে ফেলি যদি -
তুমি শুধু জেনে নিও
উৎসকে ফেলে রেখে
মোহনায় ছুটে গেছে নদী ॥