সময়ের সাথে সঙ্গতি রেখে
ঠিকানা বদল করে বার্ধক্যের বারানসী।
সম্পর্কের আনুগত্যে উপহার পাওয়া
এই আশ্রমিক নির্বাসনে
বয়ে যায় অর্গলহীন দিন;
মাসোহারার বিনিময়ে
স্নেহ-প্রেম-প্রীতির বন্ধনহীন সুখগুলোও
এখানে ধরা যায়
কাঁপা কাঁপা দুহাতের মুঠোয়।
লাঠির অবলম্বন আরোও ঋজু করে শিরদাঁড়া
এখনও যে অনেকটা সময় বাকি !
নিঃসঙ্গ পথচলার।


সমকালের পথের সাথে
নির্ভার আলাপ সেরে
হেঁটে যায় দ্বিতীয় শৈশব;
বুকের মাঝে আটকে থাকে
ঘূর্ণি শূন্যতা;
আর বাঁদিকের বুকের ঠিক মাঝখানে
একটা সদ্য পুরানো চিনচিনে ব্যথা
নাড়ি ছেঁড়ার.... ॥