ছায়ার ভিতর প্রচ্ছায়াদের ভিড়ে
যখন বিকেল নামে রোদের ডানা ঝেড়ে
কদমফুলের হলুদ বরণ ছেড়ে
যেন শুভ্র রোমে তোর ওই নজর পড়ে।

বিলাসী দুপুর একলা থাকার ক্ষণে
ঘুমেরা যদি সরে থাকে নির্জনে
সর্বাঙ্গের বালিশ পোশাক টেনে
তুলোগুলোকে ছড়িয়ে দিস মনে।

কালো কালো রাত গিলতে আসে যদি
নিজেকে তুই ভাবতে পারিস নদী ;
দু'পাড়েতে কাশের শুভ্র মায়ায়
দেখিস মেয়ে রাতেরা কেমন পালায়॥