তোকে দেখলাম
আর তোর ওই দু'চোখ
শ্রাবনের বৃষ্টি মুছে দিয়েছে যার জলের দাগ;
- ধুর ছাই কি যে বলিস না
জলের আবার দাগ হয় নাকি রে!
মূল্যও হয়না বল-
চারিদিকে এতো জল
পান করবার, ভেজবার, ধোবার, ডুববার-
আবার শুকোনোর জলও আছে জানিস!
তবে ওর বড্ড অভিমান
ডিভোর্সী নারীর মতো
স্বামীর ছোঁয়াচ থেকে দুরে থাকতেই ভালোবাসে-
আরে ছাড়তো...
কখন থেকে শুধু বকবক
অনেকদিন পর দেখা হলো
তার চেয়ে চল
ওখানটায় গিয়ে বসি পাশঘেঁসে
ঠিক সেই সাত বছর আগের মতো।
-হ্যাঁ রে চল ।
-তারপর তোর কথা বল
কেমন আছিস?
-বিন্দাস আছি
জানিস!এতগুলো বছর ধরে
বুকে জমে থাকা বরফের চাঁইটাও
আজ গলে জল॥