এক হেলেনের জন্য একটা ট্রয়ের যুদ্ধ
এক দ্রোপদীর জন্য একটা কুরুক্ষেত্র
আর এক তোর জন্য
একফোঁটা রক্ত ঝরবে না তাই কি হয়!
অক্ষত হৃদয়ে তোকে পাবো
এ চিন্তা চিরকাল রেখেছি অন্তরাল
যুগে যুগে তোকে পেতে
রাজাও সেজেছে পথের কাঙাল;
রাজ্যপাট ফেলে মেখেছে পথের ধুলো
শতচ্ছিন্ন মলিন তার রাজবাস।
রক্তনদী পেরোতে পেরোতে
পায়ে ঠেকেছে কতো শত স্বজনের লাশ।
তোকে পেতে ঈশ্বরও ধরেছে
মানবের বেশ---
স্বর্গ সিংহাসন ফেলে
পদচিহ্ন রেখে গেছে ধরণীতে।
আর আজ........
সেই তোর জন্য
একফোঁটা রক্ত ঝরবে না তাই কি হয় !
তাই ..তোর জন্য ...
মনের আকাশ থেকে হৃদপিন্ড নিঙড়ে
একপশলা রক্তবৃষ্টি নামাব;
তারপর একহাঁটু রক্তজল মাড়িয়ে
তোর মনের তীরের কাছাকাছি গিয়ে
আমার দু'পা যখন গ্রথিত হবে
আবক্ষ রক্তপাঁকে..
তুই শুধু বিজয়ের মালাটা ছুঁড়ে দিস
আমার গলায়
কাছাকাছি একটা দুরত্ব থেকে ;
না... আর নতুন একটা ইলিয়াড বা মহাভারত নয়.
.আমাদের মহাকাব্য সংরক্ষিত থাকবে
মানুষের মুখে মুখে ॥