আজকাল আলোর প্রেমিকেরা
বড্ড বেশি শহুরে যাপন খুঁজে ;
খোলা ছাদের তলায়
তাই জেগে থাকে গেঁয়ো আঁধার;
ওখানে অনিঃশেষ অতন্দ্র উর্বর প্রহর;
এখানে ঊষর প্রহরে
অঙ্কুরিত বীজের
অঢেল সময় মাথা তুলে ঝিমোবার।
সমকালের সবুজ বৃক্ষরা
ওখানে তাই আকাশ ছুঁতে জানে;
আগাছা গুল্মে ভরা সভ্যতার জমিন
ধীরে ধীরে সাফ হয় এখানে ॥