বিবর্ণ সময় বর্তমানের সাথে সন্ধি করে
মেখে নেয় জীবনের রঙ ;
আগামী শান্তির পতাকা ছোঁয়ার স্বপ্ন দেখে
যুদ্ধক্লান্ত পোশাকি সৈনিক -
নিজের মতো করে যাকে পিছিয়ে দিয়েছে
সাময়িক ব্যর্থতা ।

জীবনের ধাতব সংস্পর্শে
তার চোখের সামনে সহসা দুলে উঠে
ডেমোক্লিসের উদ্ধত তরবারি ;
ও হাঁটছে....
ও হাঁটছে..
শ্বাসচাপা ছন্দে .
পদাতিক উচ্ছ্বাসে ক্লান্ত জানুদেশ ছুঁয়ে
নেমে আসে ধবল ঘুম -
যার শীতল নাগাল পেয়ে  মৃত্যুর রঙ....
এতদিনে ঘোর সাদা ॥