তোর "না-ভালোবাসা"কে ভালোবাসতে পারিনি বলে
রোজ রোজ আগুন খাই
আগুন মাখি
আগুনের সাথে শুই ;
সমাজের নিষিদ্ধ ইস্তেহার ঝোলানো
বস্তির এক-বেডের ঘরে
সিদ্ধ মদের লেবেল
অনেকটা বেমানান হলেও
ওর দেওয়াল জুড়ে
একটা মানানসই
জীবন খুঁজে পাই---
যাকে এই সমাজ "বেঁচে থাকা " বলে।
তাই রোজ রোজ আগুন গিলে
যখন দুবেলা অঙ্গার বিষ্ঠা ত্যাগ করি..
অমনি গেল গেল রব তুলে
তোদের মিছিল হাঁটে রাজপথে
গলিতে গলিতে
অঙ্গার ধুয়ে ফেলার দাবিতে ;
কিন্তু তুই কি ভেবেছিস কখনো !
তোর হাতেই আছে
সেই কোষ্ঠপরিস্কারক অব্যর্থ দাওয়াই...
যাকে এই সমাজ "ভালোবাসা" বলে॥