অনেক তো হলো
ঊষাকাল থেকে
পড়ন্ত গোধূলি ।


পাবার তো কথা ছিলো
হিমালয় থেকে
আসমূদ্র কন্যাকুমারী ।


দেবারও ছিলো
মনের ক্যানভাস থেকে
আসমানী আকাশ।


কিছুই হলোনা..
না পাওয়া
না দেওয়া .. ।


তার চেয়ে তুমি একটা জানালা দাও..
তোমায় দেবো একফালি সাদা কাপড়;
জানালার নীল সার্সির চোখ দিয়ে
আমি দেখে নেবো
সুউচ্চ হিমালয় থেকে আসমূদ্র কন্যাকুমারী-
সাদা কাপড়ের ক্যানভাসে
তুমি এঁকে নেবে এক"মন" আসমানী আকাশ ;
ভয় নেই ....
নীল সার্সির চোখ
তোমায় গ্রাস করবেনা
বরং রেখে যাবে দুদন্ড অবকাশ
আগামীর ফেলে রাখা দিনযাপনে॥