তুমি যদি আকাশ হও ,
আমি হব পেঁজা মেঘ
আমার শোভায় সুশোভিত হবে দিশেহারা মানব ।


তুমি যদি নদী হও,
আমি হব স্বচ্ছ সলিল
আমার গতিতে গতায়ু পাবে প্রগতির নিশানা।


তুমি যদি আঁধার  হও,
আমি হব  ঝলসানো রুটি
আমার আবেশে আশ্রিতরা পাবে আশার শিখা ।


তুমি যদি ঝর্ণা হও,
আমি হব ফল্গুধারা
আমার ধারায় ধারাবাহিক হবে ধরার  নিমগ্ন তারা।