বলতে পারো মানুষ কেন
অসত্যের হাত ধরে,
সেরার সেরা হয়েও কেন
অসভ্যের কাজ করে।


বলতে পারো মানুষ কেন
অচেতন হয়ে থাকে,
নিজের ছাড়া বাকি সবকে
হিংসার চোখে দেখে।


বলতে পারো মানুষ কেন
মানুষকে পণ্য ভাবে,
শরীরের লোভে তারা কেন
পীড়নের কাজে রবে।


প্রশ্ন করি মনকে আর
মনের সখা সখীরে,
জবাব নেই নিরস মনে
বসি মনেরই তীরে।