নিম্নচাপের দাপট যখন
আছড়ে পড়ে বুকে,
স্রোত-স্বিনী ছলছলিয়ে
ছোটে অভি মুখে।


হাঙর মুখে আসছে স্রোত  
জোছনা মাখা জল,
সাত পুরুষের ভিটে গিলে
কাড়ল সবের বল।


বৃষ্টির আঁচড় গাছে গাছে
জমি বাগান ছাদে,
নৌকা হয়ে ভাসছে দেশ
মানুষ শুধু কাঁদে।


হু হু করে বাড়ছে জল
সড়ক শান্ত নদী
সকল কিছু নিয়ে গেলো
সর্বনাশা নদী।


ত্রাণ শিবিরে মিলে মিশে
থাকে দুটো খেয়ে,
চোখের জলে কাটছে দিন
জীবন তরী বেয়ে ।


জলের মহল জলের জীবন
জলের জন্য ত্রাস,
দারুণ সংকট প্রাণী কুলের
সুখ শান্তির হ্রাস।