শ্রাবণের বারী ধারার মত ঘাম চুল বেয়ে টুপটাপ শরীরে
বন্যা প্লাবিত ধানক্ষেতের মত ভেজা চুল গুলি মাথার তালুতে,
চৈত্রের যৌবনে অবসাদের কারাগারে বন্দী খাঁচার পাখি
রশ্মির একনায়কত্বের দাপটে নয়া ঔপনিবেশবাদের সন্ত্রস্ততা মনের উঠানে;
মনের সিন্দুক থেকে ক্লান্তির ঝনঝনানি শব্দ
কৃষ্ণচূড়ার ফিনকিতে কোন ঠাসা বাতাসের স্রোত।