পাতার আড়ালে যেমন ফল
জলের গহনে যেমন মাছ ,
দেহের আড়ালে যেমন আত্মা
তেমনি দুঃখের আড়ালে সুখ l


তাই দুঃখকে বরন কর ; কষ্ট আষ্টেপৃষ্ঠে ধরবে
খসা ছাড়িয়ে যেমন ফলের স্বাদ ; পানা সরিয়ে যেমন পানিফল ,
তেমনি কষ্ট আনবে সংযম
সংযমের কার্নিশ বেয়ে আসবে বৃহত্তর সাফল্য
এই সাফল্যের চুঙ্গি দিয়ে গড়াবে অনুভূতি ,
এই অনুভূতিই সুখ
এই সুখের গালিচায় মানবের স্বার্থকতা  l