ঘাসের উপর একফোঁটা মুক্ত কণা রক্তিম  সূর্যের সাথে খেলায় ব্যস্ত l
আমি দেখে বললাম -
ঘাসটি নড়িয়ে দিলে তুমি পঞ্চভূতে বিলীন হবে l
রবির সাতরঙা রঙে সজ্জিত হয়ে শিশির বলে-
বৃহৎ আকাশ আমার আঁতুড় ঘর ,
ভানুদা'র স্নেহের টানে মা'র কাছে যাব
নব জীবন পেয়ে ঘাসের ডগায় আসব ;
তুমি প্রকৃতির অপরূপ দৃশ্য থেকে বঞ্চিত হয়ে মণি হারা ফণী হয়ে যাবে ,
ইঁটে ঘেরা হতাশার খেলাঘরে হাঁপিয়ে পড়বে l
আর আমি ?
ঊষার স্নিগ্ধ বাতাসের তালে তালে ......l