আমাদের একটি সিন্দুক আছে
তাতে আছে একগুচ্ছ গোলাপ
গোলাপ সুরভি সঞ্চার করে ,
আবেগের ঢেউয়ে স্নাত করে l


ঢেউ আপ্লুত করে প্রেমকে
প্রেম সাম্যের গান গায়
সাম্য সমানাধিকার বর্ষণ করে
সহনশীলতার সবুজ রুমাল বিছিয়ে দেয় l


রুমালে সমবেদনার আল্পনায়
সৌভ্রাতৃত্বের রথ তৈরি হয়  
এই রথ একাত্মতার রাজপথ হয়ে
সম্পর্কের রাজমহলে পৌঁছে যায় l


সম্পর্ক পরিবারের ভীত হয়ে
আমরাবোধের ইমারত গড়ে
প্রাণে নিরপত্তার দীপ জ্বালে  
নিরপত্তা হল নিটোল পূর্ণিমার জোৎস্না l


এ জোৎস্নাই বিশ্বময় শান্তির রশ্মি
এ রশ্মিই  এক গুচ্ছ গোলাপ
যা আমাদের সিন্দুকে বিকশিত l