দেহ আর আত্মাকে ভিন্ন করা গেলে
মেঘ আর বৃষ্টি কে পৃথক করা যেত
চোখ আর মণিকে আলাদা করা গেলে  
গাছ ও তার প্রাণ কে পৃথক করা যেত,
বৃন্ত আর ফুলকে পৃথক করা গেলে
হেমন্ত আর শিশির কে পৃথক করা যেত
বাঙাল আর বাঙালিকে পৃথক করা গেলে
ফুল আর সুরভি কেও পৃথক করা যেত l
এগুলি যায় না ,তাই আমি চায় -
বাংলা আবার এক হোক ,হোক ভারত সাগরের শুক্তি
সোনার বাংলা জানিয়ে দিক ,দিক সব কু'এর মুক্তি
রবির দেশে জন্ম নিক ,নিক আবার নোবেল খানি
দুখুর তানে ছাত্র বীর হোক,হোক বীরা বাংলা রানী
ধান সিঁড়ির তীরে শঙ্খ চিল ,চিল পাক বৃহৎ আকাশ
ভারত বৃক্ষের চাঁপা ফুল ,ফুল টির হোক প্রকাশ l