অরণ্য দেবের পোষা নেকড়ে
কফিন জড়িয়ে অপেক্ষায়,
ডাইনোসরের পঞ্জার মিটিমিটি চায়
মিচকি হাসির রেসিপি নিয়ে।


পঞ্জার বলে,ওরে নেকড়ে
আমার রাজত্ব আজ মিউজিয়ামের ফ্রেমে বন্দী
লোহার খাঁচায় বালি-সিমেন্টের প্রতিকৃতি
লতা-গুল্মের অবয়বে শোভা বর্ধনকারী প্রতীকী।


নেকড়ে বলে ওহ্,  
আমার ভয়ে ভীত কৃত্রিম সভ্যতা
বনের ভিতর আমরা লোহার জালে ঘেরা,
কারণ আমি বনের বিক্রমশালী
অরণ্যের অধিপতি
হা হা হা আমার ডাকে ভীতু বুদ্ধিমান
হালুম, হালুম, হালুম...।


ডাইনোসর বলে,নাহ্
বনানী আজ এককোষী
আজ তুমি খাঁচার ক্রীড়নক,
আর কদিন পরে ...
এ্যান্ড্রয়েডের টাচে শুনবো
হালুম,হালুম, হালুম...।