আমাদের আসমানে মতান্তরের মেঘ
মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্টি হয় মনান্তরের বিদ্যুৎ,
বিদ্যুতের ফিনকিতে হিংসার ফুলকি লকলক করে
ফুলকি থেকে প্রতিহিংসার টিপটিপ বৃষ্টি; সেই বৃষ্টিতেই রক্তকমলের তোষক
তোষকেই ঘুমিয়ে পড়ে জীবনের প্রদীপ শিখা
এই শিখাই মানবতার কাল।


আমাদের আসমানে চাই ঐক্যমতের মেঘ
যে মেঘ থেকে ঝরে পড়বে মিলন বৃষ্টি,
বৃষ্টিতে থাকবে সম্প্রীতির নির্যাস
এই নির্যাসই হবে নীল কমলের তোষক;
এই তোষকেই প্রজ্জলিত হবে জীবনের প্রদীপ শিখা
এই শিখাতেই অঙ্কুরিত হবে মানবতার মূল মন্ত্র
মানবতায় ঈশ্বর-ঈশ্বরই মানবতা।